, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে শেখ জাবেরের ১৪তম মৃত্যু বার্ষিকী আজ

প্রকাশ: ২০২০-০১-১৫ ১২:১৪:০৫ || আপডেট: ২০২০-০১-১৫ ১৫:৪০:৪১

Spread the love

আবুল কাশেম, কুয়েত সিটিঃ সাবেক আমির মরহুম শেখ জাবের আল আহমদ আল সাবাহ’র ১৪তম মৃত্যু বার্ষিকী আজ।

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ দেশ কুয়েতের জনপ্রিয় আমির শেখ জাবেরের মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকারী ও বেসরকারি বিভিন্ন সংস্থা।

কুয়েতিদের বাবা খ্যাত মরহুম সাবেক আমির ছিলেন দেশটির নিবেদিতপ্রাণ। শেখ জাবেরকে আধুনিক কুয়েতের রূপকার বলা হয়।

মরহুম আমিরের আলোচিত অর্থনৈতিক প্রকল্প হল আরব কুয়েত ফান্ড” বিশ্বের প্রায় ৮০ টি দেশে কুয়েত ফান্ডের বিনিয়োগ রয়েছে।

১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত কুয়েতের শাসক হিসেবে জনগনের হ্রদয়ে স্থান করে নিয়েছিলেন মরহুম আমির।

ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর কুয়েতে শাসন করা তৃতীয় আমির শেখ জাবের ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি কুয়েতের আমির হওয়ার পূর্বে প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

২৯ জুন ১৯২৬ সালে কুয়েতের রয়েল পরিবারে জন্ম গ্রহণ করেন মরহুম আমির শেখ জাবের আল সাবাহ।

শেখ জাবের ছিলেন আহমেদ আল-জাবের আল-সাবাহ’র তৃতীয় পুত্র সন্তান।

মরহুম শেখ জাবের আল-মুবারাকিয়া স্কুল, আল-আহমেদিয়া স্কুল এবং আল-শারকিয়া বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে ধর্ম, ইংরেজি, আরবি এবং বিজ্ঞান-এ বেসরকারী শিক্ষা লাভ করেন।

তাঁর ভাই ফাহাদ আল-আহমেদ আল জাবের আল-সাবাহ ১৯৯০ সালের ২ আগস্ট ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখলের সময় যুদ্ধে বেনিদ আল ঘরের দাসমান ভবনে শহীদ হন।

৯০ সালে ইরাক কতৃক কুয়েত জবরদখল হলে বন্ধুদেশ সৌদিআরবের রিয়াদে আশ্রয় নেন কুয়েতের সাবাহ পরিবার।

সাদ্দামের জবরদখল থেকে কুয়েতকে মুক্ত করতে মরহুম আমির শেখ জাবের, সাবেকে ক্রাউন প্রিন্স মরহুম শেখ সাদ আবদুল্লাহ সালেম আল সাবাহ ও তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আমির শেখ সাবাহ আল আহমদের নেতৃত্বে ইরাকি বাহিনীকে হটিয়ে নিজ দেশ পুনঃউদ্ধার করেন।

আমেরিকা ফ্রান্স বৃটিশের নেতৃত্বাধীন মিত্র বাহীনির উপসাগরীয় যুদ্ধে কুয়েত উদ্ধারে যোগ দিয়েছেল বাংলাদেশ পাকিস্তানসহ সব আরবদেশ।

তবে ঐতিহাসিক সে যুদ্ধে যোগ দেয়নি ভারত। উপসাগরীয় যুদ্ধে কুয়েতের পক্ষে বাংলাদেশের তৎকালিন প্রেসিডেন্ট জেনারেল এরশাদের ভুমিকা ছিল বেশ আলোচিত।

মরহুমের আরবি নাম: الشيخ جابر الأحمد الجابر الصباح‎‎

১৫ জানুয়ারি ২০০৬ সালে রক্তক্ষরনে কারণে ইন্তেকাল করেন বাবা শেখ জাবের।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।
#আমিন।

তথ্যসুত্রঃ শেখ জাবের উইকিপিডিয়া।
লেখকঃ প্রবাসী কলামিস্ট।

Logo-orginal