, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

গোপীবাগের সংঘর্ষে পুলিশ আওয়ামী লীগের মামলা নিল, নেয়নি বিএনপির”

প্রকাশ: ২০২০-০১-২৭ ১২:২১:৫০ || আপডেট: ২০২০-০১-২৭ ১২:২৩:০২

Spread the love

রাজধানীর গোপীবাগে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আসামি করে ওয়ারি থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ। এ ঘটনায় বিএনপির পক্ষদদ থেকে থানায় মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আজ সোমবার আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে দৈনিক মানবজমিনে বিষয়টি নিশ্চিত করা হয়।

মেয়র প্রার্থী ইশরাকের বরাত দিয়ে মানবজমিনের সংবাদে জানাযায়, নির্বাচনের আগ মুহূর্তে প্রশাসনকে ব্যবহার করে গভীর রাতে অভিযান চালালেও ধানের শীষের গণজোয়ার বন্ধ করা যাবে না। ওয়ারী থানার ওসির অসহযোগিতার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।  

রোববার দুপুরে গোপীবাগে ইশরাকের প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। তিন জন সাংবাদিকও এসময় আহত হন।

এ সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে।

Logo-orginal