, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

দাড়ি, টুপি মাথায় দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করতে আসেন” আমি অবাক” এসপি ফরিদ

প্রকাশ: ২০২০-০১-১৬ ২৩:১২:৫৯ || আপডেট: ২০২০-০১-১৬ ২৩:১২:৫৯

Spread the love

সিলেটের কা’নাইঘাট ও জৈ’ন্তায় আজহারীর মাহফিল নিয়ে কওমি আলেম ও আঃলীগ জোটের প্র’তিবাদের পর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে নিজের মতামত প্রদান করে সিলেট জেলা পুলিশ সুপার বলেন- আমি অবাক হই যখন দাড়িটুপি মাথায় দিয়ে আপনারা একজন আরেকজনের সমালোচনা করেন, কুরআনের মাহফিল বন্ধ করতে আসেন তখন আমরা খুবই ম’র্মাহত হই।

সিলেটের স্থানীয় নিউজ পোর্টাল রিয়েল সিলেটের সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এখানে কুরআনের কথা হয় মানুষ উপকৃত হয় সেখানে আমি মুসলমান হয়ে বা’ধা কেন দিবো। আমি বিষয়টি ডিসি মহোদয়ের কাছে ছেড়ে দিলাম উনি যেটি সিদ্ধান্ত দিবেন আমরা তা মেনে নিবো। ধন্যবাদ মাননীয় এস পি স্যার কে।

উল্লেখ্য যে, আগামী ২০ জানুয়ারি সিলেট কা’নাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল মিজানুর রহমান আজহারীর। কিন্তু মাহফিলের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয় উপজেলার আলিয়া ও কওমিপ’ন্থী আলেম-ওলামা এবং দু’পক্ষের সমর্থকরা।

উ’ত্তপ্ত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সিলেটের আলেম সমাজ, ব্যবসায়ী, রাজনীতিবিদদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকে মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বি’তর্কিত ওয়াজ নিয়ে আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, তার বয়ান বি’তর্ক তৈরী করছে, সুতরাং সিলেটে আজহারীর অনুষ্টিতব্য সকল মাহফিলে তিনি উপস্থিত থাকতে পারবেন না।

Logo-orginal