, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ফিলিপাইন দিচ্ছেনা, ইথিওপিয়া থেকে গৃহকর্মী আনবে কুয়েত

প্রকাশ: ২০২০-০১-২৩ ২১:২২:১৪ || আপডেট: ২০২০-০১-২৩ ২১:২২:১৪

Spread the love

কুয়েত সিটিঃ ফিলিপাইন সরকারে গৃহকর্মী দেওয়ায় কুয়েত সরকার ইথিওপিয়া থেকে আবারো গৃহকর্মী আনার জন্য উদ্যেগ গ্রহণ করেছে ।

কুয়েতে পর পর ফিলিপিনো ২ গৃহকর্মী হত্যাকাণ্ডের জের ধরে দেশটির সরকার কুয়েতে তাদের কর্মী প্রেরণ বন্ধ করে দেয় ।

কুয়েতি বাসা-বাড়ির গৃহকর্মী সংকট নিরসনে ইথিওপিয়ার সাথে আলোচনা করছে কুয়েতের সংশ্লিষ্ট কতৃপক্ষ ।

মঙ্গলবার গাল্ফ নিউজে প্রকাশিত তথ্যে জানাযায়, দেশ দুটি গার্হস্থ্য শ্রমিক প্রেরণের বিষয়ে একটি চুক্তি কার্যকর করার জন্য আলোচনায় চালিয়ে যাচ্ছে ।

কুয়েত ও ইথিওপীয় কর্মকর্তারা কুয়েত সিটিতে দক্ষ ইথিওপীয় গৃহকর্মী নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক খসড়া নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে একটি কুয়েতি কমিটি আগামী সপ্তাহে আফ্রিকার দেশটিতে শ্রম প্রক্রিয়া সম্পর্কে জানতে আদিস আবাবার ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েত সরকার ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের শর্ত দিয়েছে দক্ষতা, পূর্বের প্রশিক্ষণ এবং ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন ।

সরকারী পরিসংখ্যান অনুসারে ইতোমধ্যে প্রায় ১৮,০০০ ইথিওপিয়ান রয়েছে, যাদের বেশীরভাগ মহিলা এবং কুয়েতে গৃহকর্মী হিসাবে কাজ করছেন।

ফিলিপিনো সরকার কুয়েতে শ্রমিক প্রেরণ নিষিদ্ধ করার কারণে কুয়েত সম্প্রতি নতুন শ্রম বাজার চালু করার চেষ্টা শুরু করেছে।

Logo-orginal