, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

ফেনীতে মাওলানা আজহারীর মাহফিলে মানুষের ঢল

প্রকাশ: ২০২০-০১-১৫ ২৩:০২:৩৬ || আপডেট: ২০২০-০১-১৫ ২৩:০৩:২৬

Spread the love

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে এসেছিলেন বর্তমান সময়ের আলোচিত মুফাসসির ও জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

মাওলানা আজহারীর আগমনে পুরো ফেনীতে সাজ সাজ রব, লাখো মুসল্লীতে কানায় কানায় পুর্ণ মাহফিলের স্থান।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর করেন ডঃ আজহারী।

বিকাল ৪টার আগে পুরো লোকে লোকারন্য হয়ে উঠে। মাঠ ও আশপাশের সড়কের কোথাও জায়গা ছিলনা।
হাজার হাজার মানুষ ওয়াজ শুনেছে প্রজেক্টেরের মাধ্যমে।

নারায়ে তাকবীর,আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হচ্ছে মাহফিল ময়দান। জানা যায় সকাল ৭টা থেকে দূর দূরান্ত থেকে লোক সমাগম ঘটতে থাকে মাহফিল স্থলে। বিকেলের দিকে জনসমুদ্রে পরিণত হয় মাহফিল প্রাঙ্গন।

জেলা পরিষদ সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটন জানান, মাহফিলকে ঘিরে কাশিমপুরসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

আয়োজকদের মতে প্রায় দুই লক্ষাধিক মুসল্লি সমবেত হয়েছে। উত্তর কাশিমপুর কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলামের বয়ানের মধ্য দিয়ে মাহফিলের অানুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, পদ্মা টেক্সটাইল মিল মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লার মাওলানা রহমত উল্লাহ, ছাগলনাইয়ার মাওলানা জাকারিয়া, আবদুল আজিজ মাক্কি বয়ান করেছেন। আইনশৃঙ্খলা তদারকি করতে ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন ও ওসি (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ মাহফিলে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির আহবায়ক ও উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সেক্রেটারী কামরুজ্জমান মাসুমের পরিচালনায় সভাপতিত্ব করছেন পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, জেলা পরিষদ সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবুল হক লিটন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মানিক, শর্শদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম, লক্ষীয়ারা ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি ইসমাইল হোসেন খোকন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম।

Logo-orginal