, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

বাংলাদেশের ১৩৬ রানের জবাবে জয়ের নিকটে পাকিস্থান

প্রকাশ: ২০২০-০১-২৫ ১৮:০৪:৩৭ || আপডেট: ২০২০-০১-২৫ ১৮:০৪:৩৭

Spread the love

সফরকারী বাংলাদেশের ১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় স্বাগতিক পাকিস্তান। পেসার শফিউল ইসলামের বলে আউট হন পাকিস্তানি ওপেনার আহসান আলী। পাকিস্তানের স্কোর তখন ২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭ রান।

তবে টাইগারদের হাসি যেন এখানেই শেষ। এরপর থেকে ব্যাট হাতে বাংলাদেশী বোলাদের শাসন করছেন বাবর আযম ও মোহাম্মদ হাফিজ। ১৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৯৬ রান। বাবর আজম ৩২ বলে ৪৩ এবং মোহাম্মদ হাফিজ ৫০ রানে ব্যাট করছেন। হাফিজ ৩৯ বলে বলে অর্ধশতক পূর্ণ করেন।

এর আগে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের সামনে বড় স্কোরের চ্যালেঞ্জ ছুঁড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৩৬ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন ওপেনার তামিম ইকবাল। তিনি ৬৫ রান করে রান করেন। এছাড়া ২১ রান করেন আফিফ হোসেন, মাহমুদুল্লাহ করেন ১২ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। সূত্রঃ নয়া দিগন্ত ।

Logo-orginal