, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

বোয়ালখালীর নব নির্বাচিত সাংসদ মোসলেম উদ্দিন হাসাপাতালে ভর্তি

প্রকাশ: ২০২০-০১-২৩ ১১:৩১:৩৭ || আপডেট: ২০২০-০১-২৩ ১১:৩১:৩৭

Spread the love

সদ্য নির্বাচিত সাংসদ চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন আহমদ অসুস্থ হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাকে ম্যাক্স হাসপাতালে নেয়া হয় বলে জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর সভাপতি আমিনুল হক বাবু।

বৃহস্পতিবার সকালে আমিনুল হক বাবু একুশে পত্রিকাকে বলেন, গতকাল বুধবার সারাদিন লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব জয়নুল আবেদীনের শোকসভায় ছিলেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। সেখান থেকে আসার পর রাতে অসুস্থ হয়ে পড়েন। উনার প্রেশার বেড়ে গিয়েছিল। রাতে ঘুম পাড়ানো হয়েছে। ডাক্তাররা বলেছেন, মোটামুটি আশংকামুক্ত।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জয় পান দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। গত সোমবার বিকেলে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ শপথ নেন। জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

একই দিন সংসদ অধিবেশনে যোগ দিয়ে চট্টগ্রামের কালুরঘাটে নতুন সড়ক সেতু ও বোয়ালখালীতে অর্থনৈতিক অঞ্চল করার দাবি জানান চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

Logo-orginal