, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ভিন্নগল্পে “না হারানোর গল্প” সিজন-৫

প্রকাশ: ২০২০-০১-৩০ ১৪:৩২:১০ || আপডেট: ২০২০-০১-৩০ ১৪:৩২:৪৭

Spread the love

বিনোদন ডেস্কঃ ইতিমধ্যেই লাইট, ক্যামেরা, একশন শেষে সম্পাদনার টেবিলে “না হারানোর গল্প” সিজন ৫ এর নাটকের শুটিং। ২০১৬ থেকে প্রতিবছর ভেলেন্টাইনে নির্মিত হয়ে আসছে ভেলেন্টাইন সিরিজ “না হারানোর গল্প”!

এই পর্যন্ত বিগত ৪ বছরে ৫ টা নাটক উপহার পেয়েছেন দর্শকেরা। প্রতিবারের মতই এবারও নাটকটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রী ফিল্মস।
নাটকটি নির্মিত হয়েছে হাসান শান্ত’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায়। চিত্রগ্রহণ এবং সম্পাদনার কাজটিও তিনি করছেন। এতে অভিনয় করেছেন সরওয়ার জিহান, তাবাসসুম ত্রপা সহ আরো কয়েকজন।
নাটকটির চিত্রায়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে।

এবারের “না হারানোর গল্পে” দুটো নতুন গান পেতে যাচ্ছেন দর্শকেরা।

কিউব রেকর্ডস এর সালেহিন প্রিন্স এর সঙ্গীত পরিচালনায়, হাসান শান্তের লিরিকসে না হারানোর গল্প থিম সং-টি গেয়েছেন সামিউল সামি এবং অপর গানটি গেয়েছেন সিজন-৩ এর “তুই শুধু তুই থেকে” খ্যাত আনাস ইসলাম।

নাটকটির পরিচালক এবং যাত্রী ফিল্মসের কর্ণধার হাসান শান্ত জানিয়েছেন, গন্ডির বাইরে একটা গল্প নিয়েই এবারের নাটকটি নির্মান হচ্ছে। দুটো সম্পূর্ণ বিপরীত দৃষ্টিকোণ থেকেই গল্পটা বেছে নেয়া।
এই নাটকের মূল চরিত্রে একজন মুসলিম তরুণের চরিত্রে সরওয়ার এবং একজন হিন্দু তরুনীর চরিত্রে ত্রপা অভিনয় করেছেন।

ফেব্রুয়ারি-১৪ তে অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে “না হারানোর গল্প” সিজন-৫!

Logo-orginal