, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু তোলার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০১-১৫ ২৩:৩১:১৮ || আপডেট: ২০২০-০১-১৬ ০৮:২৯:০৯

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকায় অবৈধ বালু তোলার দায়ে মো. সেলিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এই অভিযান চালান।

আদালতকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। এছাড়া পৃথক অভিযানে ইসলামপুর ইউনিয়নে এক ইটভাটাকে অবৈধভাবে কাঠ পুড়ানোর দায়ে ইট প্রস্তুত, ভাটা আইন ও স্থাপন নিয়ন্ত্রন আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, পৃথক অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বালু তোলার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে কাঠ পুড়ানোর দায়ে ইট প্রস্তুত, ভাটা আইন ও স্থাপন নিয়ন্ত্রন আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। “

Logo-orginal