, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ দপ্তরে খামারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ২০২০-০১-১৫ ২৩:৩৭:৩৯ || আপডেট: ২০২০-০১-১৫ ২৩:৩৭:৩৯

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় সিআইজি ও নন সিআইজি খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বিন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, ভেটেরিনারি সার্জন ডা. হারুনুর রশীদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির প্রমুখ। বক্তব্য দেন সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ইকবাল, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কাদের, পারিজাত কুমার বড়ুয়া, মীর মো. আজমগীর, স্থানীয় প্রাণিসম্পদ সম্প্রসারণ প্রতিনিধি মো. সালাউদ্দিন, ওবায়দুল কাদের, আবদুর রহিম, আবদুল খালেক, শারমিন আক্তার প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার একটি গ্রামে স্মার্ট লাইভস্টক ভিলেজ স্থাপন করা হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল।

Logo-orginal