, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

রিকশাওয়ালা থেকে পুলিশ সদস্যের ‘চাঁদা’ নেওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশ: ২০২০-০১-০৯ ১০:৩৪:০৪ || আপডেট: ২০২০-০১-০৯ ১০:৩৪:০৪

Spread the love

রিকশাওয়ালার কাছ থেকে এক পুলিশ সদস্যের ‘চাঁদা’ নেওয়ার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পুর্বপশ্চিম বিডির ।

৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য রিকশাওয়ালার কাছ থেকে ‘চাঁদা’ গ্রহণ করছেন। ভিডিওটি ঘটনাস্থলের আশপাশের কোনো একটি বাসার বারান্দা থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে অনেকে ঘটনাস্থল দক্ষিণ যাত্রীবাড়ী বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে যাত্রীবাড়ী থানার ডিউটি অফিসার মো. সোহেল রানা পূর্বপশ্চিমকে বলেন, আমি ভিডিওটি দেখেছি। তবে ঘটনাটি যাত্রীবাড়ী থানার কিনা নিশ্চিত হতে পারিনি। ভিডিওতে কোনো সাইনবোর্ড বা স্থান সেইভাবে দেখা যায়নি, তাই আমরা নিশ্চিত হতে পারিনি। আর পুলিশ সদস্যের চেহারাও স্পষ্ট দেখা যায়নি। তাই চিনতেও পারছি না।

তিনি আরও বলেন, আপনারা সাংবাদিকরা পারলে এ বিষয়ে নিশ্চিত হয়ে আমাদের জানান। আমরা ব্যবস্থা নিবো।

একজন রিক্সাওয়ালা ভাই আরেকজন কে সহযোগিতা করছেন।ভিডিও সংগৃহীত।

Posted by Abu Hanif on Wednesday, 8 January 2020

Logo-orginal