, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

লিবিয়ার ক্ষমতার দন্ধ নিরসনে ইউরোপের সমর্থন চায় এরদোগান

প্রকাশ: ২০২০-০১-১৯ ১২:০০:৫৪ || আপডেট: ২০২০-০১-১৯ ১২:০০:৫৪

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, নিউজ ডেস্কঃ রয়টার্সের খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান ইউরোপকে লিবিয়ায় তাদেরকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সংঘাতের অবসান ঘটাতে সামরিক সহায়তা দিচ্ছে এরদোগান।

রবিবার (১৯ জানুয়ারী) বার্লিনে এক শীর্ষ সম্মেলনের আগে শনিবার পলিটিকো ওয়েবসাইটে প্রকাশিত একটি কলামে এরদোগান এই আহবান জানান।

রয়র্টাসের সুত্রে মিডল ইস্ট মিরর বিষয়টি নিশ্চিত করেন।

আজ জার্মানিতে লিবিয়ার বিবাধমান গ্রুপ, জাতিসংঘ, তুরস্ক ও বিভিন্ন দেশের প্রতিনিধি নিয়ে সম্মেলন হওয়ার কথা রয়েছে।

কূটনীতিকরা একটি শান্তি প্রস্তাবে লিবিয়ার বিভিন্ন বিষয় তুলে ধরে খসড়াটি সম্মেলনে পেশ করবে।

তুরস্ক ত্রিপোলিতে ফয়েজ আল-সেররাজ সরকারকে সমর্থন করে এবং পূর্ব লিবিয়ার জাতীয় সেনাবাহিনীর (এলএনএ) প্রধান খলিফা হাফতারকে অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী হিসাবে গণ্য করে।

এরদোগান বলছে, ইউরোপ লিবিয়াকে সামরিক সহায়তা প্রদানের ক্ষেত্রে কম আগ্রহী এই বিষয়টি মাথায় রেখে তুরস্ক লিবিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে।

তবে এরদোগানে মিশন লিবিয়ায় আদৌ সফল হবে কিনা, তাহা সন্দেহে আছে, কারণ সৌদিআরব ও তার মিত্ররা বিদ্রোহী জেনারেল হাফতারকে সমর্থন করে।

Logo-orginal