, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

শুলকবহরে আগুনে পুরে ছাই হয়ে গেল গরীবের বস্তি

প্রকাশ: ২০২০-০১-২৪ ১৩:১৪:৪৪ || আপডেট: ২০২০-০১-২৪ ১৩:১৮:৩৫

Spread the love

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার শুলকবহরে একটি বস্তি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গেছে। শুক্রবার (২৪ জানুয়ারী ) সকাল ৯.৩০ মিনিটে (আনুমানিক) এই আগুন লাগে ।

নগরীর ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের ১২টি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে বলে ফায়ার সার্ভিস কতৃপক্ষ ।

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দেবদূত মজুমদার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কারও হতাহতেরও খবর তারা পাননি। তবে বস্তির অধিকাংশ বাড়িঘর পুড়ে গেছে ।

দুই থেকে আড়াইশ কাঁচা ঘর রয়েছে ডেকোরেশন গলির বাবু কলোনিতে। মূলত নিম্ন আয়ের মানুষ এক কক্ষের এসব বাসায় ভাড়া থাকেন। দেড় ঘণ্টার আগুনে কলোনির বেশিরভাগ ঘর পুড়ে গেছে বলে স্থানীয়দের ভাষ্য।

কীভাবে আগুনের সূত্রপাত হল, তা এখনো কেউ নিশ্চিত করতে পারেনি । তবে বাবু কলোনির যে কোনো ঘর থেকে আগুন লেগে থাকতে পারে। কলোনির গলিগুলো খুব সংকীর্ণ হওয়ায় গাড়ি পৌঁছাতে এবং আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

দুই থেকে আড়াইশ কাঁচা ঘর রয়েছে ডেকোরেশন গলির বাবু কলোনিতে। মূলত নিম্ন আয়ের মানুষ এক কক্ষের এসব বাসায় ভাড়া থাকেন। দেড় ঘণ্টার আগুনে কলোনির বেশিরভাগ ঘর পুড়ে গেছে বলে স্থানীয়দের ভাষ্য।

Logo-orginal