, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ইরান থেকে কুয়েতি নাগরিকদের নিয়ে আসবে কাতার

প্রকাশ: ২০২০-০২-২৭ ১৯:১৪:৫১ || আপডেট: ২০২০-০২-২৭ ১৯:১৪:৫১

Spread the love

কুয়েত সিটিঃ কাতার কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কুয়েত নাগরিকদের ইরান থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে, অনুমান করা হচ্ছে যে কুয়েতের নাগরিকরা ইরানের শিরাজ জেলায় আছেন ।

কাতার সরকারে এমন সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে কুয়েতের সরকার ও জনগণ, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কাতার সুত্রের বরাত দিয়ে আরব টাইমসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

জানাগেছে, ইরানের শিরাজ শহরে কাতার ও কুয়েতের নাগরিক রয়েছে, যারা করোনা আক্রান্ত ইরানে সফর করছিলেন ।

এর আগে গত সপ্তাহে ২ বারে প্রায় ৭৩৯ জন কুয়েতি নাগরিককে ইরান থেকে নিজ দেশে নিয়ে আসে কুয়েত সরকার ।

সূত্রগুলি বলছে কাতারি ভাইদের সাথে সেখানে থাকা কুয়েতিদেরও নিয়ে আসবে কাতার এয়ারের এক্ট বিশেষ বিমান ।

তাদের ফিরে আনার বিষয়ে বিষয়ে কাতার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে, জানাগেছে আগামী শুক্রবার রাতে উভয় দেশের নাগরিকদের নিয়ে আসা হবে ।

Logo-orginal