, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে” গুজব ছড়িয়ে আটক হলেন ৫জন

প্রকাশ: ২০২০-০২-১৪ ০০:৩১:০৬ || আপডেট: ২০২০-০২-১৪ ০০:৩১:০৬

Spread the love

নভেল করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আ’ক্রা’ন্ত হয়ে বাংলাদেশের দুইজন মা’রা গেছেন।’

বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে এই গু’জব ছড়িয়ে দেয়ার অভিযোগে পাঁচজনকে হে’ফাজতে নিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রা’ইম বিভাগের পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রা’ইম বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি), এম এ হাসনাত জামিল (ফেসবুক আইডি) সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোনো অ’থেনটিক খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণ অত্যন্ত দায়িত্বশীলভাবেই এ ভাইরাসের সং’ক্র’মণ বা বিস্তার রোধে কাজ করছে।

অনেকেই এ বিষয়ে অতি উ’ৎসাহী হয়ে প্রো’পাগা’ন্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের ডি’জিটাল নি’রাপত্তা আই’নের আওতায় ব্যবস্থা নেয়া হবে। #প্রেস বিজ্ঞপ্তি ।

Logo-orginal