, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে নিহত ৬ বিদেশী শ্রমিকের পরিবারকে শোক ও সমবেদনা জানাল আমির

প্রকাশ: ২০২০-০২-১৩ ১৪:১২:০৩ || আপডেট: ২০২০-০২-১৩ ১৪:১২:০৩

Spread the love

কুয়েতের আমির মুতলায় নির্মাণাধীন প্রকল্পে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) কুয়েত মহামান্য আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বুধবার দেশের উত্তরে একটি আবাসিক প্রকল্পে ধসে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আমির এই দুঃখজনক ঘটনার জন্য আন্তরিক সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করেছেন।

মহামান্য আমির আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ক্ষতিগ্রস্থদের পরিবারকে সবর এখতিয়ারের তৌফিক দেওয়ার জন্য মহান আল্লাহপাকের কাছে দোয়া করেন।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-মোবারক আল সাবাহ ও জাতীয় পরিষদের স্পিকার মরজুক আল-গনিম।

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় কুয়েতের নির্মানাধীন মুতলা সিটিতে বালু ধসে নেপালের ৪ ও ইন্ডিয়ার ২ শ্রমিক নিহত হন।

সুত্রঃ আইমান মাট।

Logo-orginal