, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে এ বছর সাধারণ ক্ষমা দেওয়া হবেনা, অবৈধ বিদেশী ১২০,০০০ জন

প্রকাশ: ২০২০-০২-২০ ১৬:৩৪:২৪ || আপডেট: ২০২০-০২-২০ ১৬:৫৩:৪৯

Spread the love

কুয়েতে বসবাসরত একামাহীন বিদেশীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার কোন পরিকল্পনা নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

মন্ত্রণালয় সুত্রে জানানো হয়েছে অবৈধ ভাবে যাদের গ্রেফতার করা হবে তারা ৫ বছরের মধ্যে আরব দেশ তথা জিসিসি ভুক্ত কোন দেশে প্রবেশ করতে পারিবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) আরবী দৈনিক আল রাইয়ের বরাত দিয়ে আরব টাইমস বিষয়টি নিশ্চিত করেন।

২০২০ সালের কোন ধরনের সাধারণ ক্ষমা দেয়া হবে না, কারণ এই সাধারণ ক্ষমার সুবিধাকে বিপুল সংখ্যক অবৈধ প্রবাসীরা নিজেদের পক্ষে নিচ্ছে। 

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কতৃপক্ষ সুত্রে প্রকাশ, অবৈধভাবে বসবাসের দায়ে আটক বিদেশী নাগরিকরা অন্তত আগামী ৫ বছরের মধ্যে কুয়েতসহ কোন আরব দেশে প্রবেশ করতে পারিবেনা,।

তবে ৫ বছর পুর্ণ করলে আবার কুয়েতসহ জিসিসিভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারিবে।

প্রসঙ্গত,কুয়েতে এসে সমস্যাগ্রস্থ হয়ে একামা নবায়ন করতে না পেরে হাজার হাজার বিদেশী শ্রমিক অবৈধ হয়ে পড়ে।

পরবর্তী সাধারণ ক্ষমা দিলে কোন ধরনের জরিমানা না দিয়েই কুয়েত ত্যাগ করে পুনরায় আবার ভিসা নিয়ে কুয়েত সহ আরব দেশগুলোতে প্রবেশ করে।  

তবে এবার খুবই শক্ত অবস্থানেে থেকে অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে জানিয়েছেন কতৃপক্ষ।

কুয়েতে আটক হওয়া অবৈধ প্রবাসীরা যাতে অন্য কোন আরব দেশে যেতে না পারে, সে ব্যবস্থাও নেবে দেশটির ইমিগ্রেশন কতৃপক্ষ।

কুয়েতে অবৈধ বিদেশীদের মধ্যে ১ম কাতারে রয়েছে বাংলাদেশ, ভারত, মিশর, সিরিয়া, ফিলিপাইন, নেপাল ও পাকিস্তান।

Logo-orginal