, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

ইমরানের পর দিল্লির তীব্র সমালোচনা এরদোয়ানের

প্রকাশ: ২০২০-০২-২৮ ০০:২৭:২৫ || আপডেট: ২০২০-০২-২৮ ০০:২৭:২৫

Spread the love

মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন সরকার বিজেপির তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এএফপির বরাতে ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ভাষণে তিনি নয়াদিল্লির সহিংসতায় ৩৭ জনের প্রাণহানির ঘটনায় ভারতের সমালোচনা করে দ্রুত এই গণহত্যা বন্ধের আহ্বান জানান।

এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ভারত বর্তমানে এমন একটি দেশে পরিণত হয়েছে, যেখানে ব্যাপক আকারে গণহত্যা চলছে। কোন গণহত্যা? মুসলিম গণহত্যা। কারা করছে? হিন্দুরা। এ সময় তিনি আরও বলেন, এসব মানুষ কিভাবে বিশ্ব শান্তির পক্ষে কাজ করবে! কোনোভাবেই সম্ভব না। তাদের জনসংখ্যা অনেক বেশি। তারা বলে তারা অনেক শক্তিশালী, কিন্তু এটা তো শক্তি না।

এর আগে, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নয়াদিল্লিতে মুসলিম নিপীড়ন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

Logo-orginal