, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

ইরান থেকে বিশেষ বিমানে নাগরিকদের ফেরত এনেছে কুয়েত (ভিডিও)

প্রকাশ: ২০২০-০২-২৩ ১০:৩২:৫৮ || আপডেট: ২০২০-০২-২৩ ১০:৩৩:৪২

Spread the love

কুয়েত, ২২ ফেব্রুয়ারি: বিশ্বের বিভিন্ন অংশে আক্রান্ত করোনার ভাইরাসজনিত রোগের প্রেক্ষিতে কুয়েতি নাগরিকদের দেশে ফেরত এনেছে কুয়েত সরকার।

শনিবার রাতে বিশেষ বিমানে করে ইরান থেকে কুয়েতিদের বহনকারী বিমানটি দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনা’র সুত্রে দেশটির সব কটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সুত্রে প্রকাশ,স্বাস্থ্যমন্ত্রী বাসিল আল সাবাহ’র তত্ত্ববধানে বিশেষজ্ঞ চিকিৎসা টীম ও কঠোর নিরাপত্তা বলয়ে দেশটির সাদ আবদুল্লাহ বিমানবন্দরে ইরান ফেরত নাগরিকদের স্কানিং করে চেকআপ সম্পন্ন করা হয়ে।

এটি প্রথম বিমান ইরান থেকে কুয়েতে পৌঁছেছে এবং মাশহাদ, কওম এবং তেহরান থেকে আগত নাগরিকদের পরীক্ষা করা হয়েছে, তবে ইরানে ভাইরাস আক্রান্ত প্রদেশ কওম থেকে ফেরত নাগরিকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ডাঃ ফাহাদ আল-নাজ্জার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, স্বাস্থ্য মন্ত্রণালয় ইরান থেকে আগতদের সাথে যোগাযোগ করছে, তারা পৌঁছানোর সাথে সাথে তাদের নাম এবং সংখ্যা ঘোষণা করা হয়েছে।

তিনি বলেছেন তাদের সাথে যোগাযোগ রক্ষায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, কুয়েতে এখনো ভাইরাস আক্রান্ত রোগীর সংবাদ পাওয়া যায়নি,বিমানবন্দর ও সীমান্ত প্রবেশ পথে কঠোর স্কানিং এর ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Logo-orginal