, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

এবার ১০,০০০ শ্রমিককে কুয়েতে পাচারের অভিযোগ প্রকাশিত হল আল কাবাসে

প্রকাশ: ২০২০-০২-১৮ ১৪:২৮:৩৯ || আপডেট: ২০২০-০২-১৮ ১৪:২৮:৩৯

Spread the love

(ফাইল ছবি আরটিএম)
কুয়েত মানব পাচার বা ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে দমন অভিযানে নতুন আরো একটি কোম্পানীর নাম প্রকাশ পেয়েছে দেশটির গণমাধ্যমে।

দৈনিক আল-কাবাস পত্রিকা তাদের নিয়মিত প্রতিবেদনে জানিয়েছে প্রায় ১০ হাজার বাংলাদেশীকে ২০ মিলিয়ন কুয়েতি দিনারের বিনিময়ে কুয়েতে এনছেন অভিযুক্ত কোম্পানি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) আল কাবাস পত্রিকার বরাত দিয়ে ইংরেজি দৈনিক আরব টাইমস বিষয়টি নিশ্চিত করেন।

সুত্রে প্রকাশ, কুয়েতের একটি সুনামধন্য কোম্পানীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে ২ হাজার দিনার ভিসা বিক্রি ও পূনরায় ৫০০ দিনার করে আকামা লাগানোর বাবদ নিলে নিলে পুরো বিষয়টি প্রশাসনের নজরে আসে।

সিআইডির তদন্তে জানাযায়, বাংলাদেশী শ্রমিকদের কুয়েত সরকারের একটি বড় প্রকল্পের আওতায় আনা হয়েছিল।

সিআইডির প্রকাশিত প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে,অভিযুক্ত কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের একজন জনপ্রতিনিধি, এবং তার ভিসা ব্যবসার দালালরা বড় কমিশনের বিনিময়ে বিগত দুই বছরে সবচেয়ে বড় আয় সংগ্রহ করেছিলেন।

তদন্ত সংস্থা জানিয়েছে, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতায় মামলাটি তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্ত কোম্পানির একাধিক কর্মকর্তাকে তলব করে বিস্তারিত তথ্য সংগহ অব্যাহত রয়েছে।

আরটিএম/একে।

Logo-orginal