, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কবরস্থানে ছুঁড়ে ফেলা শিশুর চিকিৎসা সেবা দিচ্ছে পুলিশ” খুঁজছে আসামীকে

প্রকাশ: ২০২০-০২-১৮ ১২:১৩:১৩ || আপডেট: ২০২০-০২-১৮ ১২:১৩:১৩

Spread the love

(ছবি, শিশু সহ এএসআই হিরন)
গতকাল চট্টগ্রামের এক কবরস্থানে সিএনজি অটোরিকশা থেকে ছুঁড়ে ফেলা ৭ মাস বয়সী কন্যা শিশুর চিকিৎসা সেবার পাশাপাশি আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সিএমপি পুলিশের পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে খুলশী থানাধীন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের পাশের কবরস্থানে কে বা কারা একটি অটোরিকশা থেকে শিশুটিকে ফেলে যায়।

অসহায় শিশুকে উদ্ধারকারী এএসআই মো. হিরণ মিয়া বলেন, দৌড়ে গিয়ে তখন শিশুটিকে দেখতে পাই। শিশুটির খুব মুমূর্ষু অবস্থা এবং শরীরে ময়লা দুর্গন্ধ ছিল। পরে শিশুটিকে উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

Logo-orginal