, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কবর খুঁড়তে খুঁড়তে সে কবরের বাসিন্দা হয়ে গেলেন বোয়ালখালীর আঃ রশিদ

প্রকাশ: ২০২০-০২-১৭ ০৯:৫৯:১৫ || আপডেট: ২০২০-০২-১৭ ১০:০১:১৪

Spread the love

নিউজ ডেস্কঃ হায়াৎ-মউত ও রিজিক এই তিনটি বিষয় প্রতিটি মানুষের জন্য নির্ধারণ করে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।

কিন্তু মানুষের শিক্ষার জন্য অনেক মৃত্যুকে স্মরণ যোগ্য করেন আল্লাহ তায়ালা।

তেমনি এক মৃত্যু সংবাদের শিরোনাম হয়েছেন চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা নসীবওয়ালা ৭০ বছর বয়সী আবদুর রশিদ চৌধুরী।

কবর খননের নিপুন কারিগর ছিলেন তিনি।

বোয়ালখালী উপজেলার সারোয়াতলী চৌধুরী বাড়ীর আবদুর রশিদ চৌধুরীর মৃত্যু কাহিনী রূপকথার গল্পকে ছাপিয়ে মানুষের মুখে মুখে।

তার নাম শুনতেই মনখুলে দোয়া করছে সবাই।

মরহুম আবদুর রশিদ কোথাও মানুষ মারা গেলে ডাক পেতেন কবর খননের, খুশী মনে ছুটে যেতেন কাছে কিংবা দূরের কোথাও। মনের মত করে কবর খুঁড়ে সবাইকে তাক লাগিয়ে দিতেন, এ পর্যন্ত খুঁড়েছেন শতাধিক কবর।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বাড়ীর পাশে ডাঃ হারুনের বাড়ীতে জনৈক নুর-নাহার নামের এক মহিলার মৃত্যুর খবর শুনে নিজের চায়ের দোকান বন্ধ করে ছুটে গিয়েছিলেন কবরস্থানে।

প্রায় ৭০ বছর বয়সে জোয়ানের মত হাতে তুলে নিলেন কোদাল। কোদাল চালানোর এক পর্যায়ে হঠাৎ কবরের ভেতর নিজেই ঢলে পড়লেন। বিধাতার কি অমোঘ নিয়ম! অন্যের খবর খুঁড়তে গিয়ে নিজেই অন্যের হাতে খোঁড়া কবরে শায়িত তিনি।

মরহুম আবদুর রশিদ চৌধুরী বোয়ালখালীর পশ্চিম সারোয়াতলীর মৃত ইউসুপ আহমদ চৌধুরীর পুত্র।

মরহুমকে আল্লাহ তায়ালা উত্তম জাযা দিন। আমিন।

Logo-orginal