, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনা রোধে” কুয়েতে প্রবেশ ও বাহিরে যাওয়ার সময় যা করতে হবে”

প্রকাশ: ২০২০-০২-২৭ ২৩:৫১:২০ || আপডেট: ২০২০-০২-২৭ ২৩:৫১:২০

Spread the love

(ছবি, আরব টাইমস থেকে সংগৃহীত )
কুয়েতে করোনাভাইরাস রোধে সমস্ত ভ্রমণকারীদের সরকারী নথিতে স্বাক্ষর করতে হবে ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) কুয়েত বিমানবন্দর, স্থল বন্দরসহ সকল বাহিরের বা প্রবেশের পথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে নিজের স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করিতে হবে ।

এই ঘোষণাপত্রে কুয়েতে আগমনের তারিখ থেকে স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনার প্রতি যাত্রীর প্রতিশ্রুতি, এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পৃথক ব্যবস্থা কেন্দ্রে ১৪ দিন পর্যন্ত বা আরও বেশী সময়কাল অবস্থান করিতে হইবে ।

ইংরেজি দৈনিক আরব টাইমসে প্রকাশিত সংবাদে আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয় ।

কুয়েতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আলোকে এবং ভাইরাসটির মোকাবিলার জন্য নেওয়া আন্তর্জাতিক সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে কতৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে ।

সূত্র জানিয়েছে যে, কুয়েত সরকাররে গৃহীত এইসব পদক্ষেপের সাথে সম্মতি না রাখলে বা সহযোগিতা না করিলে জরিমানা এবং আইনি জবাবদিহিতা করার জন্য বাধ্য থাকিবে সংশ্লিষ্ট ব্যক্তি ।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি সনাক্ত হওয়া করোনা ভাইরাসের রোগী আজ বৃহস্পতিবার মোট ৪৩ জনে দাঁড়িয়েছে, তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভাইরাসে আক্রান্ত সবার স্বাস্থ্য ভাল আছে ।

Logo-orginal