, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে আরও ২ জন সনাক্ত, করোনায় আক্রান্ত মোট ৫ জন

প্রকাশ: ২০২০-০২-২৫ ১০:৩৪:৩৩ || আপডেট: ২০২০-০২-২৫ ১০:৩৪:৩৩

Spread the love

সোমবার সন্ধ্যায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রনালয় ঘোষণা করেছে যে, ইরানের “তেহরান এবং কওম থেকে পরবর্তী ফ্লাইটে আগত দুই যাত্রী আজ ভোরবেলায় নতুন করোনার ভাইরাসে সংক্রামিত হয়েছেন (কোভিড ১৯) ।

এ পর্যন্ত পাঁচ জনের ক্ষেত্রে ভাইরাসের কনফার্ম হওয়া নিশ্চিত করেছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় ।

মন্ত্রণালয়ের সুত্রে আরবি দৈনিক আল-রাই এই রিপোর্ট করেছেন।

কুয়েত নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে যে ওই ফ্লাইটে থাকা যাত্রীদের মধ্যে দু’জন যাত্রী ছিল এবং তাদের বাধ্যতামূলক পৃথকীকরণে রাখা হয়েছিল এবং তাদের বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল এবং তাদেরকে সব ধরণের পরীক্ষা সম্পন্ন করা হয় ।

নতুন করোনার ভাইরাস (কোভিড ১৯) দ্বারা এই দুইজন সংক্রামিত, কারণ তারা এই রোগের কিছু লক্ষণ নিয়ে আগে থেকে ভুগছেন ।

সূত্র জানিয়েছে যে দুই মহিলার মধ্যে একজনের বয়স ৫৮ বছর এবং অপরটির বয়স ২৮ বছর।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রনালয় সকল নাগরিক এবং প্রবাসিকে সম্প্রদাযকে স্বাস্থ্য রক্ষার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা নির্দেশাবলী মানার আহ্বান জানিয়েছে।

Logo-orginal