, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ঘাতক ট্রাক কেড়ে নিল সম্ভাবনাময় এক ক্রীড়াবিদের প্রাণ

প্রকাশ: ২০২০-০২-২১ ১৯:১৭:১৬ || আপডেট: ২০২০-০২-২১ ১৯:১৭:১৬

Spread the love

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সম্ভাবনাময় এক ক্রীড়াবিদের প্রাণ। মাত্র ২১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। তিনি বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেও খেলতেন।

আজ শুক্রবার সকালে সকালে কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান। দূরপাল্লার একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক দিয়ে আসা একটি বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় আনার পথেই মৃত্যু হয় সোহানের।

এই তরুণ ক্রীড়াবিদের মৃত্যুতে বাংলাদেশের হ্যান্ডবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ।
সূত্রঃ কালের কন্ঠ ।

Logo-orginal