, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

বসন্ত এসেছে”

প্রকাশ: ২০২০-০২-১৭ ১৭:১০:৩০ || আপডেট: ২০২০-০২-১৭ ১৭:১০:৩০

Spread the love

ফুলে ফুলে সুভাসিত
বসন্ত এসেছে,
পরিজাতের রঙ্গে ধরণী
অপরুপ সেজেছে।

কোকিল করে গান
ভ্রমর করে খেলা,
গাছে গাছে পলাশ
দেখ! শিমুলের মেলা।

নানা রঙ্গের ফুলে
মাতুয়ারা পরিবেশ,
বসন্ত এসেছে, আজ তাই
রুপের নেই তো শেষ।

শীতের রিক্ততা ভুলে
প্রকৃতি পেয়েছে প্রাণ,
ঋতুরাজের আগমনে
ইতি টানুক মনের অম্লান।

(বসন্তে বয়ে আসুক প্রকৃতির ন্যায় অনাবিল সুখ আর সমৃদ্ধি সে প্রত্যাশায় রইল।)

লেখকঃ মুহাম্মদ জানে আলম রানা
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

Logo-orginal