, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

মর্মান্তিক” ওমরাহ পালন শেষে মদীনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-পুত্রসহ মারা গেল ব্যবসায়ী রায়হান

প্রকাশ: ২০২০-০২-২৪ ২৩:৫৮:০৯ || আপডেট: ২০২০-০২-২৫ ০১:৩৫:৪৮

Spread the love

পবিত্র ওমরাহ পালন শেষে পবিত্র মক্কা নগরী থেকে মদীনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেল স্ত্রী পুত্রসহ মোঃ রায়হান নামের এক বাংলাদেশী ব্যবসায়ী।

ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নিহতের ঘনিষ্ঠজন জেদ্দার ব্যবসায়ী মোসলেম উদ্দিন।

নিহতদের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, একই ঘটনা গুরুতর আহত হয়েছেন ২ জন, এরমধ্যে ইকবালের বাড়ি সাতকানিয়ায় ।

দুর্ঘটনায় গুরুতর আহত ইকাবাল নামের একজনকে স্থানীয় হাসপাতালের আইআইসিইউতে ভর্তি করা হয়েছে।

এইদিকে চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল সিপ্লাসে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, মক্কা থেকে ওমরা হজ্ব পালন শেষে মদিনা ফেরার পথে সোমবার  সন্ধ্যার আগে মদিনার ৬০/৭০ কিঃমিঃ দূরে মরু ঝড়ের কবলে
পড়ে গাড়ি দূর্ঘটনায় চট্টগ্রামের রায়হান নামের এক প্রবাসী তার স্ত্রী ও ভাইঝি সহ মোট ৩জন নিহত হয়েছেন।

ইকবাল ও রায়হানের ছেলে গুরুতর আহত অবস্থায় মদিনার আল-দার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রায়হানের স্ত্রী পুত্র ও ভাইঝি বাংলাদেশ থেকে ওমরা করিতে সৌদি আরব এসেছিল।

Logo-orginal