, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Ismail hossain Ismail hossain

রাঙ্গুনিয়ায় ওরসের মেলায় জুয়ার আসর বন্ধ; মাইক ও সরঞ্জামাদি জব্দ

প্রকাশ: ২০২০-০২-০৬ ১২:৩৪:১৫ || আপডেট: ২০২০-০২-০৬ ১২:৩৪:১৫

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ওরসের মেলায় জুয়ার আসর বন্ধ এবং মেলায় লাগানো মাইক ও সরঞ্জামাদি জব্দ করলেন ভ্রাম্যমান আদালত।

বুধবার(৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমান এই অভিযান চালান।

আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ” ইদানিং গভীর রাত পর্যন্ত সাউন্ড সিস্টেম ও মাইক বাজিয়ে নানা অনুষ্ঠান করা হচ্ছে। বিষয়টি সাধারণ মানুষ প্রায়ই অভিযোগ করে আসছে। এছাড়া এখন এসএসসি পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার স্বার্থে সন্ধ্যা ৬টার পর গান-বাজনা, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ও মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মেলায় একাধিক মাইক ব্যবহার করার কারনে মাইক জব্দ এবং জুয়ার আসর বন্ধ করা হয়েছে । তবে এই সময় কাউকে পাওয়া যায়নি।

মেলার আয়োজক সফিউর রহমান বলেন, মেলায় কাওয়ালি গানের জন্য ১৫ টি মাইক ও সাউন্ড সিস্টেম আনা হয়। উল্লেখ্য সোমবার (৩ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন সন্ধ্যার পর থেকে মাইক ব্যবহার নিষিদ্ধ করেছেন।

Logo-orginal