, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

রাঙ্গুনিয়ায় ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: ২০২০-০২-২৮ ১৮:২৩:৪৬ || আপডেট: ২০২০-০২-২৮ ১৮:২৩:৪৬

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিক্ষা, সামাজিক ও কল্যাণধর্মী সংস্থা আশোবা ওয়াজেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফ্রি আই ক্যাম্প ব্যবস্থাপনার কমিটি ও কলেজ গভর্নিং বডির সহযোগিতায় রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।

এসময় ১১জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ১ হাজার চোখের রোগী দেখে বিনামূল্যে ঔষুধ প্রদান করেন।

পরে চক্ষু রোগী এবং স্থানীয়দের নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ ওয়াকিল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মাফরুহা আহমদ৷ উদ্বোধক ছিলেন ১নং রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

প্রভাষক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আহসানুল করিম পীরজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের অতিরিক্ত সচিব ইয়াছমিন পারভীন, উপজেলা ভূমি কমিশনার ফখরুল ইসলাম প্রমুখ।

Logo-orginal