, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin admin

লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে হিজড়াদের তান্ডব

প্রকাশ: ২০২০-০২-১৮ ১৯:৪৯:৫৪ || আপডেট: ২০২০-০২-১৮ ১৯:৪৯:৫৪

Spread the love

কুমিল্লায় হিজড়ারা তান্ডব চালিয়ে ভাং’চুর করেছে উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ। এসময় তাদের হামলায় এটেনডেন্ট নার্স আবুল খায়ের আহত হয়।

ভ’য়ে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা কৌশলে পালিয়ে যাওয়া হা’মলা থেকে র’ক্ষা পায়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) লাকসাম উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।

উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আলী জানান, সোমবার বিকালে কয়েকজন হিজড়া বিষ সেবনকারী জনৈক হিজড়া রোগীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

এসময় দায়িত্বরত চিকিৎসক ডা. শাহিনুর আক্তার পরীক্ষা শেষে এটেনডেন্ট নার্স মো. আবুল খায়ের ওই রোগীকে জিজড়াদের ওয়াশ করার পরামর্শ দিতেই তারা তার উপর ক্ষি’প্ত হয়ে হা’মলা করে।

এসময় হিজড়ারা জরুরি বিভাগে ভাং’চুর চালায়। হিজড়ারা আবুল খায়েরের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অ’ভিযোগে করেন তিনি।

এদিকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে ভাং’চুরের অ’ভিযোগ এনে লাকসাম থা’নায় অ’ভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃ’ষ্টি হয়েছে।

এ বিষয়ে লাকসাম থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, হা’মলার ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পু’লিশ পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অ’ভিযোগ দায়ের করেছে। অ’ভিযোগের প্রেক্ষিতে দোষীদের বি’রুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সুত্রঃ কুমিল্লার বার্তা।

Logo-orginal