, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

শহিদ দিবসে রাঙ্গুনিয়ায় আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশ: ২০২০-০২-২১ ১৬:১৮:২৪ || আপডেট: ২০২০-০২-২১ ১৬:১৮:২৪

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান প্রমুখ।

এদিন সকালে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এরআগে রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মিয় সংগঠনের নেতৃবৃন্দ।

Logo-orginal