, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

৬০ নয় ৭০ বছর পুর্ণ হলে কুয়েতে একামা নবায়ন হবেনা

প্রকাশ: ২০২০-০২-২১ ১০:১৪:৩৪ || আপডেট: ২০২০-০২-২১ ১০:১৪:৩৪

Spread the love

পারিবারিক ভিসায় স্থানান্তর করার বিষয়েও অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।

কুয়েত সিটিঃ গত সপ্তাহে কুয়েতে প্রবাসীদের আলোচনার বিষয় ছিল, ৬০ বছর বয়স হলেই প্রবাস জীবন শেষ, যেতে হবে দেশে, কারণ কুয়েত সরকার প্রবাসী বয়োবৃদ্ধদের কুয়েত ত্যাগের বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা নিউজ কভারেজ পাচ্ছিল ।
দেশেটিতে অবস্থানরত বিদেশীদের নিকট “টক অব দ্যা টপে ছিল বিষয়টি ।

তবে সরকারী ভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেল যে, ৬০ নয় ৭০ বছর পুর্ণ হলে কুয়েতে একামা নবায়ন হবেনা ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী ) জনশক্তি কর্তৃপক্ষের (পিএএম) বরাত দিয়ে আরবি দৈনিক আল আনবার সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন কোম্পানি বা সংস্থায় কর্মরত বিদেশীরা তাদের চাকরির পদবি বা পেশা নির্বিশেষে ৭০ বছর পুর্ণ হ্ওয়ার পর ক্যেত ত্যাগ করতে হবে বা একামা নবায়ন করা হবেনা ।যদিও গত সপ্তাহে বলা হয়েছিল এই বয়সসীমা ৬০ বছর ।

সূত্রগুলি আরও জানিয়েছে, ৬৫ বছর বয়সে যারা পৌঁছেছে তাদের জন্য দুই বা তিন বছর পরও পারমিট না দেওয়ার একটা প্রক্রিযা নিয়ে চিন্তা ভাবনা করছে কুয়েতের পিএএম।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কতৃপক্ষের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আবাসিক বিষয়ক জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক নির্ধারিত বিধি মেনে পারিবারিক ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা স্থানান্তর করা সম্ভব।

Logo-orginal