, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

আল্লাহ তায়ালার আশ্রয়ে ভাইরাস থেকে মুক্তি ইনশাআল্লাহঃ শাঈখ তারিক জামিল

প্রকাশ: ২০২০-০৩-২২ ১৯:৫২:০৮ || আপডেট: ২০২০-০৩-২২ ১৯:৫২:০৮

Spread the love

পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ধর্ম প্রচারক মাওলানা তারিক জামিল বলেছেন, একে অপরের সাহায্যে এগিয়ে এলেই ‘করোনা’ প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী একটা মহামারী চলছে। আল্লাহ তায়ালার আশ্রয় নিয়েই আমাদেরকে এই ভাইরাস থেকে মুক্তি পেতে হবে।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, এই সময় আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। এই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ জনগণের অবশ্যই সরকারের সহযোগিতা করা উচিৎ। সরকারি নির্দেশনা পুরোপুরি মেনে চলা উচিৎ।

এর আগে বিশ্বজুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ধর্মীয় অঙ্গনে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাবলিগী ইজতেমাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সীমাবদ্ধ রাখার জন্য মাওলানা তারিক জামিলকে অনুরোধ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এসময় করোনা থেকে রক্ষা পেতে সবার মুক্তির জন্য মাওলানা তারিক জামিলের কাছে বিশেষ দোয়া চান পাক প্রধানমন্ত্রী। করোনা ইস্যুতে আলেমদের সঙ্গে দেখা করে এ বার্তা পৌঁছে দেবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মাওলানা তারিক জামিল।
সূত্রঃ ইনকিলাব ।(ডেইলি পাকিস্তান, ডন উর্দু, আল আরাবিয়া, কাশ্মীর লিংক)

Logo-orginal