, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ওমরাহ পালন স্থগিত হওয়ায় ফি ও সার্ভিস চার্জ ফেরত পাবে হাজিরা

প্রকাশ: ২০২০-০৩-০২ ২০:০৮:২৬ || আপডেট: ২০২০-০৩-০২ ২০:০৮:২৬

Spread the love

সৌদিআরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র ওমরাহ পালনে জমা সকল ফি ও পরিষেবা চার্জ ফিরিয়ে দেবে । কারোনাভাইরাস বিস্তারের আশঙ্কায় ওমরাহ পালন সাময়িক স্থগিত ঘোষণা পর সৌদি কতৃপক্ষ জমা নেওয়া সব ধরণের ফি ফেরত দেবে ।

হজ ও ওমরা মন্ত্রণালয়ের সুত্রে দেশটির আরব নিউজে বিষয়টি নিশ্চিত করে সোমবার সংবাদ প্রকাশ পেয়েছে ।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, যেসব দেশের ওমরাহ পালন ও সৌদি ভ্রমণের উদ্দেশ্যে ফি জমা দিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলিতে ওমরাহ এজেন্টদের মাধ্যমে ভিসা ফি এবং পরিষেবা চার্জ ফেরতের অনুরোধ করার জন্য একটি অনলাইন ব্যবস্থা রয়েছে।

মন্ত্রণালয় ভিসা ফি এবং পরিষেবা চার্জের ফেরতের দাবি যাদের রয়েছে, তাদের সকলকে তাদের নিজ নিজ দেশীয় ওমরাহ এজেন্টদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

এছাড়াও, যাদের কোনও প্রশ্ন রয়েছে তাদেরকে ফোন নাম্বার 00966-920002814 অথবা ইমেল আইডি mohcc@haj.gov.sa- এ মন্ত্রণালয়ের পরিষেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে

Logo-orginal