, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনার ভয়াল থাবা নিউইয়র্কে, একদিনে আক্রান্ত ৪৮০০ জন

প্রকাশ: ২০২০-০৩-২৩ ০০:১৭:০১ || আপডেট: ২০২০-০৩-২৩ ০০:১৭:০১

Spread the love

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত একদিনেই ৪ হাজার ৮০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৬৮ জনে পৌঁছেছে। নিউইয়র্কে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ১১৪ জন।

স্থানীয় সময় রবিবার সকালে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুউমো এই তথ্য দিয়েছেন। শহরটির মেয়র বিল ডে ব্ল্যাসিও একে গত কয়েক দশকে সবচেয়ে বড় জাতীয় সংকট বলে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সি জানিয়েছে, ‘ব্ল্যাসিও বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে যদি আমরা প্রচুর পরিমাণে ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসযন্ত্র না পাই তাহলে এমন মানুষকেও মরতে হবে যাদের মরার কথা ছিলো না।’

পুরো যুক্তরাষ্ট্রেজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৩৯ জন। মারা গেছেন ৩৮৮ জন। সূত্রঃ কালের কন্ঠ ।

Logo-orginal