, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কাবা শরীফ বন্ধ হয়নি, শুধু রাতে কিছু সময় বন্ধ থাকিবে

প্রকাশ: ২০২০-০৩-০৬ ০৯:৪৩:১৮ || আপডেট: ২০২০-০৩-০৬ ১১:৩৮:২৬

Spread the love

মক্কাঃ সৌদি আরব বৃহস্পতিবার ঘোষণা করেছে যে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদীনায় নবীর মসজিদ এশার নামাজের এক ঘন্টা পরে বন্ধ হবে এবং ফজরের (ভোর) নামাজের এক ঘন্টা আগে প্রতিদিন খোলা হবে।

সৌদি আরবে করোনভাইরাস ছড়িয়ে পড়া রোধে এটি সর্বশেষতম সতর্কতা।

করোনভাইরাসের আশঙ্কায় কিংডম বুধবার সমস্ত ওমরাহ কার্যক্রম স্থগিত করেছে এবং সাম্প্রতিক ওমরাহ সফর স্থগিতের পরে কর্তৃপক্ষ হারাম শরীফকে ধুয়ে-মুছে পরিষ্কার করে দিয়েছে।

তবে শুধুমাত্র করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে কতৃপক্ষ এমন উদ্দ্যেগ নিয়েছে ।

মক্কা থেকে একাধিক বাংলাদেশী আরটিএমকে জানান, পবিত্র হারাম শরীফের ২য় তলায় বায়তুল্লাহ’র তাওয়াফ চালু রয়েছে।

প্রতিদিন এশার নামজের এক ঘণ্টা পর উভয় মসজিদ (মক্কা-মদীনা) বন্ধ করা হবে, এবং ফজর নামাজের আগে খুলে দেওয়া হবে ।

এবং মসজিদে খাবার-দাবার আনা এখন নিষিদ্ধ এবং জমজমের পানিও অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

মদীনায় নবীর মসজিদে হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর দুই সহযোগী আবু বকর সিদ্দিক ও ওমর ইবনে আল-খাত্তাবের কবরও জিয়ারতও বন্ধ করে দেওয়া হয়েছে ।

দুটি পবিত্র মসজিদে সাময়িক বন্ধ করার ঘোষণা দিল, যখন সৌদিসহ আরব বিশ্বে করোনাভাইরাস বিস্তার হচ্ছে ।

এইদিকে গতকাল থেকে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় সংবাদ বেরিয়েছে যে, সৌদি আরবের মহান দুই মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে” যার ক্রিয়া প্রতিক্রিয়া লাখো মুসলমান বেশ কড়া মন্তব্য করেছে ।

মুসলমান হিসেবে আমরা সবাই কাবা ঘরের খাদেম, তাই আল্লাহর ঘরের ইজ্জজত মুসলিম বিশ্বের ইজ্জত, তাই এমন কোন প্রচারণা থেকে আমাদের বিরত থাকতে হবে ।

আল্লাহ তৌফিক দিন । আমিন ।

Logo-orginal