, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে কারফিউ সময় বাড়ানোর কোন পরিকল্পনা নেই” আটক ৬০

প্রকাশ: ২০২০-০৩-২৭ ০৯:৫৫:৩২ || আপডেট: ২০২০-০৩-২৭ ০৯:৫৮:৫৮

Spread the love

কুয়েতে কারফিউ সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারফিউ লঙ্গনের দায়ে আটক করা হয়েছে কুয়েতিসহ ৬০ নাগরিককে ।

গত দুই দিনে কারফিউ লঙ্গনের দায়ে কুয়েতিসহ ৬০ জনকে আটক করা হয়ছে । ফারওয়ানিয়া, হাওয়ালি, আহমদী,কুয়েত সিটি, জাহারা এলাকা থেকে তাদের আটক করা হয়, তবে মোবারক আল কবির থেকে কেউ আটক হয়নি বলে যোগ করেছে কতৃপক্ষ ।

আরবী দৈনিক আল রাই-য়ে প্রকাশিত তথ্যে আরো জানাযায়, শুক্রবার ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হচ্ছে, এমন সংবাদে সুপার মার্কেটে ক্রেতার লাইন লেগে যায়, যদিও সে সংবাদের কোন সত্যতা ছিল না ।

তবে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকচ করা বলা হয়েছে, আপাতত ২৪ ঘণ্টা কারফিউ জারির পরিকল্পনা সরকারে নেই ।

দয়া করে ভুয়া নিউজ করবেন না, কুয়েত সরকারকে সহযোগিতা করুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন, করোনাভাইরাস লড়াইয়ে সাথে থাকুন ।

#নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন প্লিজ ।

Logo-orginal