, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে বন্দী থাকা ৩০০ ফিলিপাইনীকে আজ ফেরত পাঠানো হচ্ছে

প্রকাশ: ২০২০-০৩-২৫ ১৮:৫৪:৪৫ || আপডেট: ২০২০-০৩-২৫ ১৮:৫৫:৪৬

Spread the love

কুয়েতের নির্বাসন কেন্দ্র থেকে ৩০০ ফিলিপাইনো নাগরিককে দেশে ফেরত পাঁঠাতে বিমান বন্দরে রাখা হয়েছে । করোনাভাইরাস রোধে জেলখানার ভীড় কমিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে এরাবিয়ান ও এশিয়ান নাগরিকদের জেল থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ।

সরকারী সুত্রের বরাত দিয়ে আরব টাইমসে প্রকাশিত সংবাদে আরো জানা যায়, বিমানবন্দরে অপেক্ষামান ৩০০ ফিলিপাইনোদের মধ্যে তালহা নির্বাসন কেন্দ্রের ১৫১ জন মহিলা এবং ১ জন পুরুষ, ফিলিপাইনের দূতাবাসে ৪১ জন পলাতক গৃহকর্মী, পাবলিক কর্তৃপক্ষের কাছে ফিরে আসা ৯১ জন অবৈধ ফিলিপিনোকে নির্বাসন বা নিজ দেশে ফেরত পাঁঠাতে টার্মিনাল ৪-এ তাদের ফ্লাইটে উঠার অপেক্ষায় আছেন ।

আরটিএমে এই রিপোর্ট লেখার এইসব ফিলিপাইনো নাগরিক কুয়েত এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটের জন্য অপেক্ষামান ছিল ।

তবে তাদের পিসিআর সনদ কনফার্ম করে তাদের ফিলিপাইন ফেরত পাঠাচ্ছে কুয়েতি কতৃপক্ষ ।

সুত্রে প্রকাশ, কুয়েত সরকার বিমানটির ব্যবস্থা যাতায়াতের সমস্ত ব্যয় বহন করে চলেছে।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, এবং ভারতের বিশ কিছু নাগরিক নির্বাসন কেন্দ্র থেকে তাদের বাড়ি ফিরে যেতে পিসিআর সনদের অপেক্ষায় রয়েছে ।

অন্যদিকে কুয়েতস্থ মিশর দূতাবাস কিছু নাগরিকসহ আটকে থাকা মিশরীয়দের ফিরিয়ে নেওয়ার জন্য নিয়মিত চালু করেছে ।

Logo-orginal