, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু” সনাক্ত ৬, সংখ্যা বেড়ে ৩৯

প্রকাশ: ২০২০-০৩-২৪ ১৫:৪৭:২৭ || আপডেট: ২০২০-০৩-২৪ ১৫:৪৭:২৭

Spread the love

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

আর আক্রান্তের সংখ্যা আরো ছয়জন বেড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে একজন ওমরাহ ফেরত। আর চারজন আক্রান্তদের থেকে সংক্রমিত হয়েছেন।

মঙ্গলবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নতুন করে মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছরের উপরে। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর জানানো হয়।

এর দুদিন পর ২১ মার্চ আরও এক বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সোমবার আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। সবশেষ আজ আরো একজনের মৃত্যু হলো।

সুত্রঃ ইত্তেফাক।

Logo-orginal