, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ফিরিয়ে আনা ৩৬৬ কুয়েতির মধ্যে ৩৮ জনে্র করোনা সংক্রমণের সন্দেহ

প্রকাশ: ২০২০-০৩-২৬ ০৯:২০:৪২ || আপডেট: ২০২০-০৩-২৬ ০৯:২০:৪২

Spread the love

কুয়েতে গত রাতে ফিরিয়ে ৩৬৬ জন নাগরিকের মধ্যে ৩৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সন্দেহ করেছে স্বাস্থ্য মন্ত্রনালয় ।

বুধবার (২৫ মার্চ) তিনটি ফ্লাইটে তিন দেশ থেকে ফিরিয়ে আনা কুয়েতি নাগরিকের সংখ্যা ৩৬৬ জন, মিশর, বাহরাইন, ও লেবানন থেকে আমিরের নির্দেশে নিজ দেশে ফেরত আনা হয় নাগরিকদের ।

আরবী দৈনিক আল রাইয়ে প্রকাশিত সংবাদে আরো জানাযায়, লেবাননের পাঁচ যাত্রীকে সন্দেহ করা হয়েছিল যার মধ্যে একটি পরিবার, স্ত্রী, শিশু, স্বামী এবং অন্য ফিলিপিনা গৃহকর্মীসহ ৩ জন রয়েছে।

কায়রো থেকে আগতদের মধ্যে কোভিড-১৯ সন্দেহের ৩৩ জনের মধ্যে, ২৯ জন কুয়েতির নাগরিক এবং অন্য একজন শ্রীলঙ্কান, ইথিওপীয়, ভারতীয় এবং ফিলিপিনো নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে ।

সন্দেহভাজন সমস্ত মামলাগুলি আরও পরীক্ষা-নীরিক্ষার জন্য আল জাবের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গতকাল রাতে কুয়েতি নাগরিকদের ফেরত আনার বিমানবন্দরের সব প্রস্তুতি পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ খালেদ আল হামাদ আল সাবাহ ।

Logo-orginal