, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সৌদিতে মোট আক্রান্ত ১০১২, মৃত ৩, সুস্থ ৩৩ জন

প্রকাশ: ২০২০-০৩-২৬ ২০:১৭:১৬ || আপডেট: ২০২০-০৩-২৬ ২২:১৭:৪০

Spread the love

করোনাভাইরাসে সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন, মারা গেছেন ৩ জন, সুস্থ হয়েছেন ৩৩ জন ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় নিয়মিত ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করেছে ।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণাল্যের মুখপাত্র ডঃ মুহম্মদ আল-আবদেল আলী জানিয়েছেন, সৌদি আরব বৃহস্পতিবার করোনভাইরাস সংক্রান্ত ১১২ টি নতুন নিশ্চিত রোগীর সনাক্ত হয়েছে, এ নিয়ে কিংডমে সংক্রমণের মোট সংখ্যা ১,০১২ জনে পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে, তিনি ভাইরাস থেকে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোট প্রাণহানির সংখ্যা তিনে উন্নীত বলে করেছেন।

প্রেস ব্রিফিংয়ে যোগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লেঃ কর্নেল তালাল আল-শালহৌব বলেছেন, সৌদির বিভিন্ন অঞ্চলের এবং রিয়াদ, মক্কা এবং মদীনা শহরগুলিতে যাওয়ার পথে সমস্ত রাস্তা এবং পাশাপাশি কৃষি খামার, উপকূলীয় রাস্তা এবং সমস্ত কাঁচা রাস্তা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন।

কিছু লোক আছেন যারা কারফিউ সিদ্ধান্ত সম্পর্কে বেপরোয়া এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

সূত্রঃ সৌদি গেজেট (আংশিক )

Logo-orginal