, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Ismail hossain Ismail hossain

অসহায়দের কলের অপেক্ষায় রাঙ্গুনিয়া মডেল থানা

প্রকাশ: ২০২০-০৩-৩০ ০০:০৯:৩০ || আপডেট: ২০২০-০৩-৩০ ০৮:১৯:৩৯

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ দেশকে নিরাপদ ও জাতিকে সুস্থ রাখার জন্যে রাঙ্গুনিয়ার যে সকল অসহায় মানুষ কষ্টে দিনযাপন করছে এবং যারা কারো কাছে পরিবারের অসহায়ত্বের কথা বলতে পারছেন না তাদের কলের অপেক্ষায় রাঙ্গুনিয়া মডেল থানা। কল করার অল্প সময়ের মধ্যে জরুরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হবে রাঙ্গুনিয়া মডেল থানার সদস্যরা। থানার সাথে যোগাযোগ করার জন্য দুটি মোবাইল নম্বর ও দেওয়া হয়েছে (০১৭১২১৩৪৭৭৮, ০১৭৬৯৬৯৪৫১৯)। অসহায় ব্যাক্তিদের এ দুটি নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়।  এদিকে ওসির এ ধরণের ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণর।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দরিদ্র আর নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের মানুষগুলো। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমজীবী মানুষ। অনেক সময় তারা ব্যাক্তিগত উদ্যোগে বা সরকারিভাবে দেওয়া ত্রান পায়না। আবার পরিবারের অসহায়ত্বের কথা কাউকে বলতেও পারেনা। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ।

Logo-orginal