, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

আমিরাতে ৩ বাংলাদেশীসহ আরো ৫০ জন সনাক্ত, সংখ্যা বেড়ে ২৪৮

প্রকাশ: ২০২০-০৩-২৪ ২৩:২০:৪৫ || আপডেট: ২০২০-০৩-২৪ ২৩:২৬:৩২

Spread the love

আবু ধাবিঃ করোনাভাইরাসে আরব আমিরাতে নতুন আরো ৫০ জন সনাক্ত হয়েছে, মোট সনাক্তের সংখ্যা বেড়ে ২৪৮ জনে পৌঁছেছে ।

মঙ্গলবার (২৪ শে মার্চ) দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রনালয় আজ কোওভিড -১৯ এ আক্রান্ত ৫০ টি নতুন মামলার পাশাপাশি চারজনের সুস্থ হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে ।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইউএই প্রেস এজেন্সি জানিয়েছে, নতুন সনাক্ত হওয়া ব্যক্তিরা পূর্ব ঘোষিত আক্রান্ত ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, পাশাপাশি বিদেশ ফেরত কিছু লোক ছিল ।

সংযুক্ত আরব আমিরাতে এখন নিশ্চিত হওয়া মামলার সংখ্যা ২৪৮-এ দাঁড়িয়েছে।

নতুন সনাক্ত হওয়া ব্যক্তিরা নিম্নলিখিত জাতীয়তার সাথে সম্পর্কিত: শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, সৌদি আরব, ইয়েমেন, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, লেবানন, কেনিয়া, মালদ্বীপ, সুদান , ইরান, আয়ারল্যান্ড, মরক্কো, পাকিস্তান এবং সুইডেন; ইতালি, মিশর, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, নেদারল্যান্ডস, জর্দান, ফিলিপাইন থেকে দু’জন করে ।

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং প্যালেস্টাইন থেকে তিনজন এবং ভারতীয় রয়েছেন ছয়জন ।

তবে সবার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছে।

সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হওয়া চার ব্যক্তি হলেন তিন পাকিস্তানি এবং একজন বাংলাদেশী, এই ৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪৫ জন ।

Logo-orginal