, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনাভাইরাসে মুমিন ব্যক্তির মৃত্যু হলে শহীদের মর্যাদা পাবেনঃ আজহারী

প্রকাশ: ২০২০-০৩-১৮ ১৮:০২:২৫ || আপডেট: ২০২০-০৩-১৮ ১৮:০২:২৫

Spread the love

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে মুমিন ব্যক্তির মৃত্যু হলে তিনি শহীদের মর্যাদা পাবেন বলে জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

শহীদ হওয়ার ব্যাখ্যায় তিনি একটি হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) করোনা নিয়ে সচেতন করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন আজহারী। এসময় তিনি মুসনাদে আহমাদ ইবনে হাম্বলের একটি হাদিস পড়ে শোনান।

আজহারী বলেন, আল্লাহর রাসুল (স.) বলেছেন, কোনো বিশ্বাসী ব্যক্তি যদি মহামারিতে আক্রান্ত হয়ে মারা তাহলে এটা সাধারণ মৃত্যু নয়। এটা হবে শাহাদাতের মৃত্যু। এই মহামারি হলো আমার উম্মতের জন্য শাহাদাতের মর্যাদা। এটা তাদের জন্য রহমত।

তিনি বলেন, আমরা সুস্থ থাকার চেষ্টা করব। তবে এই মহামারিতে আক্রান্ত হয়ে কেউ যদি মারাও যায় তাহলে মুমিনের জন্য এটা শাহাদাতের মৃত্যু।

স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে লাইভটি সবাই শেয়ার করুন। ধন্যবাদ।

Posted by Mizanur Rahman Azhari on Tuesday, 17 March 2020

সূত্রঃ পূর্বপশ্চিমবিডি ।

Logo-orginal