, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

করোনা” অবশেষে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রকাশ: ২০২০-০৩-১৬ ১৫:৩৬:৪৯ || আপডেট: ২০২০-০৩-১৬ ১৫:৩৬:৪৯

Spread the love

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে এক শিক্ষার্থী। করোনা পরিস্থিতির কারণে কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছবি: আবদুস সালামশিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ সোমবারের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি এ সময় কোচিং সেন্টারও অবশ্যই বন্ধ থাকবে। ছুটির এই সময় শিক্ষার্থীদের বাসায় থাকতে হবে। আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এর আগে মন্ত্রিসভায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

কাল ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিব বর্ষের অনুষ্ঠানের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আগেই মুজিব বর্ষের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুধু গাছ লাগানোর বিষয় আছে। প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকেরা জমায়েত ছাড়া গাছ রোপণ কর্মসূচি নিশ্চিত করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামনে রমজান এবং গরমকালের ছুটি আছে। প্রয়োজন হলে সেই ছুটির সঙ্গে এখনকার ছুটি সমন্বয় করা হবে।

১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখনো সময় আছে। কাছাকাছি সময়ে গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সুত্রঃ প্রথম আলো।

Logo-orginal