, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কুয়েতে আরো ১০ জন সনাক্ত, সংখ্যা বেড়ে মোট ২৩৫, সুস্থ ৬৪ জন

প্রকাশ: ২০২০-০৩-২৮ ১৭:৩১:২১ || আপডেট: ২০২০-০৩-২৮ ১৭:৩১:২১

Spread the love

কুয়েতে আরো ১০ জন করোনাভাইরাে আক্রান্ত সনাক্ত করা হয়েছে, নতুন ১০ জনসহ মোট সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাড়িয়েছে।

শনিবার (২৮ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আল-সানাদ নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুয়েত নতুন ১০ মামলা করোনভাইরাস সনাক্ত হয়েছে, গত ২৪ ঘন্টার মধ্যে করোনা ভাইরাস দ্বারা ১০ জনকে সনাক্ত করা হয়েছে, আক্রান্ত মোট সংখ্যা ২৩৫ তে উন্নীত।

তিনি বলেন, সনাক্ত হওয়ায় মোট সংখ্যা ২৩৫ জন থেকে ৬৪ জন সুস্থ হয়েছে, এবং ১১ জন আইসিঊতে চিকিতসাধীন আছে ।

আজকে সনাক্ত হওয়া কুয়েতি নাগরিকরা লন্ডন, ফ্রান্স, সৌদি,আমেরিকা,কানাডা ফেরত ৭ জন।

দুইজন বিদেশী নাগরিক রয়েছেন,যারা আমেরিক ও কানাডা থেকে আগত।

মিঃ আল সানাদ নিশ্চিত করেন, সর্বমোট ৯১১ জন কোয়ারেন্টিন শেষ করেছেন । তিনি কুয়েতি ও প্রবাসীদের সরকারের গৃহীত সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান ।

সুত্রঃ আরব টাইমস।

Logo-orginal