, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে ৩ বাংলাদেশীসহ আরো ২০ জন সনাক্ত, সংখ্যা বেড়ে মোট ২৫৫

প্রকাশ: ২০২০-০৩-২৯ ১৫:৩৬:৩৭ || আপডেট: ২০২০-০৩-২৯ ১৫:৫০:৩৮

Spread the love

কুয়েতে আরো ২০ জন করোনাভাইরাে আক্রান্ত সনাক্ত করা হয়েছে, নতুন ২০ জনসহ মোট সংখ্যা বেড়ে ২৫৫ জনে দাড়িয়েছে।

রবিবার (২৯ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আল-সানাদ নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুয়েত নতুন ২০ মামলা করোনভাইরাস সনাক্ত হয়েছে, গত ২৪ ঘন্টার মধ্যে করোনা ভাইরাস দ্বারা ২০ জনকে সনাক্ত করা হয়েছে, আক্রান্ত মোট সংখ্যা ২৫৫ তে উন্নীত।

নতুন সনাক্ত হওয়া ২০ জনের মধ্যে ৯ জন ইন্ডিয়ান, ৩ জন বাংলাদেশী ৮ জন কুয়েতি রয়েছে ।

যুক্তরাজ্য থেকে ফেরত আসা ৬ কুয়েতি, সৌদি থেকে ফেরত আসা ১ জন কুয়েতি এবং অন্য একজন আগের সনাক্ত হওয়া ব্যক্তির সংস্পর্শে ছিল ।

৯ ইন্ডিয়ান ও ৩ বাংলাদেশী নাগরিক করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থেকে সনাক্ত হয়েছেন । এর আগে আজ সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডাঃ শেখ বাসেল আল সাবাহ ৩ জন সুস্থ হওয়ার বিষয় নিশ্চিত করেন ।

কুয়েতে আজ রোববার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫৫ জন, মোট সুস্থ হয়েছেন ৬৭ জন।
সূত্রঃ কুনা ।

Logo-orginal