, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

দু’ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও জুটল না খাবার

প্রকাশ: ২০২০-০৩-৩০ ১২:১১:২২ || আপডেট: ২০২০-০৩-৩০ ১২:১২:৪২

Spread the love

দু’ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও জুটল না খাবার। খালি হাতে ফিরতে হল শতাধিক মানুষকে। দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীতে ত্রাণ কার্যক্রমে কয়েক মিনিটের কর্মসূচিতে খাদ্যসামগ্রী পেয়েছেন মাত্র ২৫ জন। খবর সময় নিউজের।

করোনাভাইরাসের কারণে থমকে গেছে রাজধানীর জীবনযাত্রা। দিনের খাবার যারা দিনেই জোটান, সবচেয়ে বিপাকে পড়েছেন তারা। রোববার বিকেলে নগরভবনের সামনে তাই ভিড় করেছিলেন শতাধিক মানুষ। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ঢাকা দক্ষিণের নগরপিতার প্রতিশ্রুতি অনুযায়ী খাবারের অপেক্ষা করছিলেন তারা।

কিন্তু গুটিকয় রিকশাচালকের হাতে খাদ্যপণ্য তুলে দেয়ার পরই সমাপ্তি ঘোষণা করা হয় কর্মসূচির।

এক বৃদ্ধা বলেন, আমাদের দেয় না। আমরা তাহলে কি খেয়ে বাঁচবো।

কর্তৃপক্ষের এমন আচরণে হতবাক দরিদ্ররা। একজন বলেন, দেড় ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু কিছুই দেয়নি।

করোনা পরিস্থিতিতে ৫০ হাজার পরিবারকে খাবার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

Logo-orginal