, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

পাপিয়া কান্ড” মানবজমিনের বিরুদ্ধে এমপি শিখরের মামলা

প্রকাশ: ২০২০-০৩-১১ ০০:৩৫:২২ || আপডেট: ২০২০-০৩-১১ ০০:৩৫:২২

Spread the love

ঢাকাঃ মানহানির অভিযোগ এনে দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর। মামলায় ৩০ জন ফেসবুক ব্যবহারকারীকেও আসামি করা হয়েছে।

গত সোমবার রাজধানীর শেরে-বাংলা নগর থানায় এ মামলাটি করা হয়। মামলায় গত ২রা মার্চ মানবজমিন এ প্রকাশিত একটি সংবাদে এমপি শিখরকে নিয়ে ইঙ্গিতপূর্বক তথ্য প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলায় সাইফুজ্জামান শিখর উল্লেখ করেন, সংবাদটি প্রকাশের পর তিনি লক্ষ্য করেছেন বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাপিয়ার খদ্দেরদের আংশিক তালিকাসহ বিভিন্ন শিরোনামে ২৫ থেকে ৩০ জনের একটি তালিকা প্রকাশ করে যাচ্ছে। যার মধ্যে আমার নামও আছে। এ কারণে আমার সম্মানহানি হয়েছে।

মানবজমিন কতৃপক্ষ জানান, গত ২রা মার্চ মানবজমিন এ প্রকাশিত খবরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বা অন্য কারও নাম উল্লেখ করা হয়নি।

মানবজমিন-এর প্রিন্ট বা অনলাইন ভার্সনে এ সংক্রান্ত কোন তালিকাও প্রকাশ হয়নি।

Logo-orginal