, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ফের বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী বিএসএফ

প্রকাশ: ২০২০-০৩-১৪ ১৪:৪৩:২৭ || আপডেট: ২০২০-০৩-১৪ ১৪:৪৩:২৭

Spread the love

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার রাত ৮টার দিকে উজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

ওই যুবকের নাম ইসমাইল হোসেন ওরফে কালু (৩২)। তিনি উপজেলার কাউনিয়ার চর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে ১২-১৫জন বাংলাদেশি গরু পারাপারকারী কাঁটাতারের ওপর গরু পারাপার করছিল। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। পরে তাদের মধ্যে ইসমাইল হোসেন ওরয়ে কালু নামের এক যুবককে আটক করে ধরে নিয়ে যায় বিএসএফ ।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফ এখনও কোনো সারা দেয়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।
সুত্রঃ সমকাল ।

Logo-orginal